লাইসেন্স সহ কার ড্রাইভিং প্রশিক্ষণ নিবেন যেখানে:
আপনাকে যাদি প্রশ্ন করা হয়-
ড্রাইভিং না ফ্রিল্যান্সিং !!!
আপনি কোনটা পছন্দ করবেন ?
……………….
> কেউ হয়তো বলবেন > ড্রাইভিং
> কেউ বলবেন > ফ্রিল্যান্সিং
> আবার কেউ হয়তো ড্রাইভিং-ফ্রিল্যান্সিং উভয়টাই বলবেন
..................
আমরা (UTTC) কি বলবো জানেন ?
আমরা বলবো “একজন ফ্রিল্যান্সারেরও উচিত ড্রাইভিং শিখে রাখা”।
……
> ড্রাইভিং হালাল ইনকামের একটি স্বাধীন পেশা।
দেশে ও বিদেশে এর চাহিদার কমতি নেই।
বরং দিনকে দিন এর ক্ষেত্র বেড়েই চলেছে।
তাই অবসরে ড্রাইভিং প্রশিক্ষণ ও লাইসেন্স সংগ্রহ করে রাখুন।
কখন কাজে লাগবে কে জানে।
> যাইহোক,
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আমাদের AC রুম ও ডিজিটাল প্দ্ধতিতে শিখানোর ব্যাবস্থা রয়েছে।
প্রতিটি ক্লাসের রেকর্ড ছাত্র/ছাত্রীদের দেওয়া হয় সো বাসায় ভালো করে প্রেক্টিস করার সুযোগ থাকছে।
> অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসে একাউন্ট ও কাজের মাধ্যমে ইনকামের ব্যাবস্থা করে দেওয়া আমাদের দায়িত্ব।
> আসলে এসব কথা লিখে বুঝানোর বিষয় না !
> আপনার জীবনকে একধাপ আগাতে চাইলে আপনি অবশ্যই আমাদের অফিসে এসে দায়িত্বশীল কর্মকর্তার সাথে কথা বলে বিষয়টি ভালোভাবে বুঝে নিবেন।
> তারপর সিদ্ধান্ত নিবেন এই পথে আপনার হাটা উচিত কি-না ?
আমাদের অফিসের ঠিকানা-
উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র UTTC
> মৌলভীবাজার অফিস:
সাহিব হাউজ, ২য় তলা, জুগিডহর,
হিলালপুর হাইস্কুল পয়েন্ট, মৌলভীবাজার।
☎️01727007417
সরকার বাজার অফিস:
আব্দুল কাদির সুপার মার্কেট, সিলেট রোড,
সরকার বাজার, মৌলভীবাজার সদর।
☎️01727007418
বি.দ্র. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে প্রশিক্ষণ নিলে সরকারি সার্টিফিকেট তো থাকছেই। ???? শুভকামনা ????